সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় বিদ্যুৎ বিল বকেয়া, আদায়ে নামছে সেনাবাহিনী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল আদায়ে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। সোমবার সকাল থেকে এই অভিযান শুরু হবে।

এ উপলক্ষে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাতকানিয়া জোনাল অফিস থেকে রোববার একটি বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের রোববারের (২১ সেপ্টেম্বর) মধ্যে বকেয়া বিল পরিশোধ করে বিলের কপি নিজ নিজ সংযোগস্থলে রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বিল পরিশোধে ব্যর্থ হবেন, তাদের সংযোগ বিচ্ছিন্ন করাসহ বকেয়া আদায়ে সোমবার থেকে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালানো হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক গ্রাহক নিয়মিত বিল পরিশোধ না করায় সমিতি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বারবার নোটিশ দেওয়ার পরও বকেয়া আদায় না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাতকানিয়া জোনাল অফিসের একজন কর্মকর্তা বলেন, “অনেক গ্রাহক নোটিশ পেয়েও বকেয়া পরিশোধ করেননি। তাই এবার কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। তবে আজকের মধ্যে যারা বিল পরিশোধ করবেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”

এর আগেও বকেয়া বিলের কারণে বিভিন্ন সময়ে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হলেও সাতকানিয়ায় বিল আদায়ের কাজে সেনাবাহিনীকে যুক্ত করার ঘটনা এবারই প্রথম।