সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাঁশখালীতে চেক প্রতারণা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার চাম্বল বাজার এলাকা থেকে মো. ইদ্রিস নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।

গ্রেপ্তার ইদ্রিস চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শাহ্ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “ইদ্রিসের বিরুদ্ধে ২০২৪ সালে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চেক প্রতারণার মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়োনার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানায়, মামলার অভিযোগ গঠনের পর ইদ্রিস আদালতে হাজির না হওয়ায় বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেন।

এদিকে ইদ্রিসের বিরুদ্ধে আরও একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ইদ্রিস নিজেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মুহাম্মদ বলেন, “একজন শিক্ষক গ্রেপ্তারের বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তিনি যদি অপরাধী হন, তবে তার বিরুদ্ধে তদন্ত করে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”