সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আ.লীগ নেত্রীর ‘ভিডিও’ প্রকাশ: বাঁশখালীতে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪৪ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেত্রীর ‘অনৈতিক ভিডিও’ প্রকাশের জেরে এক সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষককে মারধর এবং তার অফিস ভাঙচুরের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী মঙ্গলবার বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করলে, আদালত তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে শফকত হোসাইন চাটগামী উল্লেখ করেন, তিনি তার ফেসবুক পেজে আওয়ামী লীগ নেত্রী ফরহানা আক্তারের একটি ভিডিও প্রকাশ করেন। এর জেরে গত ৩ সেপ্টেম্বর আসামিরা বাঁশখালী পৌর সদরে তার মাদ্রাসা অফিসে হামলা চালায়।

এজাহারে বলা হয়, হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর জখম করে, মাদ্রাসার আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।

মামলার আসামিরা হলেন— জালাল উদ্দিন, ফরহানাজ বেগম, দেলোয়ার হোসেন, শিব্বির আহমদ রানা, সালাহ উদ্দিন, গিয়াস উদ্দিন ও আমিনুল ইসলাম।

বাদী শফকত হোসাইন চাটগামী আরও অভিযোগ করেন, আসামিরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তিনি সাংবাদিক হিসেবে এসব অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, শুনানি শেষে আদালত অভিযোগ গ্রহণ করে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।