
কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়িসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনের চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করছিলেন।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওসি তৌহিদুল আনোয়ারের সঙ্গে থানার এসআই আবুল খায়ের ও এসআই মোহাম্মদ সোহরাব সাকিবসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, চেকপোস্টে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় জহির আলম ও শাহেনা বেগমের সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ইয়াবা বড়িগুলো পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়াও একটি বাটন ফোন এবং পাচারে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় বলে জানান ওসি।
তিনি আরও বলেন, গ্রেপ্তার জহির আলম ও শাহেনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই অভিযানে উপস্থিত ছিলেন অভিজিৎ দাশ, তৌহিদুল আনোয়ার, আবুল খায়ের, এবং মোহাম্মদ সোহরাব সাকিব।