
চট্টগ্রামের হাটহাজারীতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ‘বহিরাগত’ নেতাকর্মীদের একটি জমায়েতকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, যা এলাকায় উত্তেজনা তৈরি করে।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।
বুধবার বিকেলে পৌরসভার এগারো মাইল এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এগারো মাইল এলাকার কবির চেয়ারম্যান বাড়ির ঘাটা এলাকায় কাঁধে স্কুল ব্যাগ নিয়ে জামায়াত-শিবিরের কয়েকশ বহিরাগত যুবক জড়ো হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।
তারা বিষয়টি প্রশাসনকে জানায় এবং বহিরাগতদের এলাকা ছাড়ার দাবিতে সড়ক অবরোধ করে।
খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের পক্ষ থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে কয়েক মিনিটের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়। পরে পুলিশ পাহারায় জমায়েত হওয়া ব্যক্তিরা এলাকা ত্যাগ করেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, “হাটহাজারী শান্ত এলাকা, এখানে বহিরাগত কেউ এসে অশান্তি সৃষ্টি করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।”
অন্যদিকে, জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী জানান, এটি তাদের একটি অভ্যন্তরীণ কর্মসূচি ছিল। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে হাটহাজারী আসনে আমাদের প্রার্থী পরিবর্তন হয়েছে। এই খবরটি দায়িত্বশীলদের জানাতেই এই প্রোগ্রাম ছিল। এটা নিয়ে হৈচৈয়ের কিছু নেই।”
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “আসলে ওটাকে অবরোধ বলা যায় না। একটু জটলা হওয়ার কারণে যানবাহন চলাচল করতে পারেনি। পুলিশ আশ্বাস দিয়ে ২-৩ মিনিটের মধ্যেই যানচলাচল স্বাভাবিক করে দেয়।”