
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর আধ্যাত্মিক সাধক পীর শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহ.)-এর স্মরণে অষ্টম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে খুটাখালীতে দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন শুরু হবে।
শাহ আবদুল হাই (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এস এম আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজক কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জিকির ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মাহফিল শুরু হবে। পরদিন শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে। মরহুম পীর সাহেবের প্রবর্তিত এই মাহফিলে প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুরিদ, ভক্ত ও অনুরাগী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা আরও জানান, মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার রাতে আখেরি মোনাজাত পরিচালনা করবেন খুটাখালী দরবারের পীর সাহেবজাদা আলহাজ মাওলানা নুর হোছাইন ছিদ্দিকী। আগত মুসল্লি ও মেহমানদের জন্য খাবার এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার ব্যয়ভার বহন করছেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা।
শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহ.) ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে মাহফিলের সব প্রস্তুতি ও কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।