
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানের কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন।
আব্দুল কাদের সরে দাঁড়ানোয় এখন এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রইলেন বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর আব্দুল কাদের প্রাইম সাংবাদিকদের বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশেই আমি প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।”
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে ‘জাতীয় সম্পদ’ উল্লেখ করে তিনি বলেন, “তিনি শুধু চকরিয়া-পেকুয়া বা কক্সবাজারের নন, সারা বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি, দলমত নির্বিশেষে সালাহউদ্দিন আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত।”
এর আগে দলীয় প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আব্দুল কাদের। পরে ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।
কক্সবাজার জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আব্দুল কাদের প্রাইমের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।