ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকালের (শনিবার) বক্তব্য চূড়ান্ত পতনের আগে আহাজারি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যখন কেউ প্রচণ্ড যন্ত্রণার মধ্যে থাকে তখন অনেক আবোল-তাবোল বকে। সুতরাং বেগম খালেদা জিয়ার গতকালকের বক্তব্য চুড়ান্ত পতনের আগে গুঙ্গানো ছাড়া অন্য কিছু নয়।
‘সবার উপরে আল্লাহ আছেন’ বেগম খালেদা জিয়ার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আপনি নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে সেই হত্যাকারিদের উৎসাহ দিয়েছেন। উপহাস করতে কেক কাটেন। আপনার নির্দেশে আপনার দলের লোকেরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে,অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যা করেছে, ইজতিমা ফেরত মুসল্লিদের হত্যা করেছে, আপনার নেতৃত্বে কুরআন শরিফ পোড়ানো হয়েছে। আপনার পুত্রের মৃত্যুর খবর শুনে দেশের প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন আপনাকে সমবেদনা জানানোর জন্য।কিন্তু আপনি আপনার ঘরের দরজা খুলেননি। সুতরাং আল্লাহ আছেন বিধায় আজকে আপনার বিচার দেশের আইনে যেমন হচ্ছে, অাল্লাহ’র আইনেও ইনশাঅাল্লাহ আপনার বিচার হবে।
কেউ কেউ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আন্ত:মহাদেশীয় চোর আখ্যা দিয়েছেন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, তারেক রহমান লন্ডনে বসে তার ট্যাক্স ফাইলে আয়ের উৎস হিসেবে লিখেছেন তিনি জুয়া খেলে অর্থ উপার্জন করেছেন। লোকে বলে তার অর্থ হচ্ছে তিনি চোর আর সেটা আন্ত:মহাদেশীয় চোর। আপনাদের (বিএনপির) লজ্জা থাকলে অনেক আগেই তাকে দল থেকে বের করে দিতেন।
আগামী নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়ার দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনে বিএনপি যেমন একটি পক্ষ, আওয়ামী লীগও একটি পক্ষ এবং অন্যান্য দলও এক একটি পক্ষ। সুতরাং একটি দলের আবদার রক্ষার জন্য সংবিধানের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। পৃথিবীর সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হতে হবে।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, আপনি যখন আপনার সভাসদকে বিশ্বাস করতে পারছেন না তখন আপনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। সুতরাং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ড. হাছান মাহমুদ বলেন, সুরজ্ঞিত সেন গুপ্ত ছিলেন একজন চৌকস পার্লামেন্টেরিয়ান, ত্যাগী ও দলের নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধ একজন রাজনীতিবিদ। তার প্রয়াণ আমাদের দলের জন্য শুধু নয়, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের পার্লামেন্টের জন্য এবং পার্লামেন্টারিয়ানদের জন্য অপূরণীয় ক্ষতি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।