সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চারটি মেরিন একাডেমী নির্মাণ করছে সরকার : নৌ-পরিবহন মন্ত্রী

| প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০১৮ | ১১:৪৬ অপরাহ্ন

বাসস : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মেরিন ক্যাডেট প্রশিক্ষণের জন্য পাবনা, বরিশাল, সিলেট ও রংপুরে মোট ৪টি মেরিন একাডেমী নির্মান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া দেশের প্রতিটি বিভাগে ১টি করে নাবিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরও বলেন, ‘নদী বন্দরগুলো থেকে রাজস্ব বাড়াতে নতুন নদী বন্দর স্থাপন, নদী বন্দর আধুনিকায়ন, নৌ-পথ সৃষ্টির লক্ষ্যে নদী খনন, যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে পর্যাপ্ত তদারকি ব্যবস্থা গ্রহণ, আধুনিক লঞ্চ, স্টিমার ও জলযান সংগ্রহ এবং যাত্রী বান্ধব নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।’

তিনি বলেন, ২০০৮-২০০৯ অর্থবছরে অভ্যন্তরীণ নদী বন্দর থেকে ৫ হাজার ৪৩০ লাখ টাকা রাজস্ব আদায় হয় এবং একই খাত থেকে ২০১৩-১৪ অর্থ বছরে ৭ হাজার ৭০৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

সরকারি দলের সদস্য বেগম রিফাত আমিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভোমরা স্থলবন্দরে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১৪ দশমিক ৭২ একর জমি অধিগ্রহণসহ ১৬শ মেট্রিক টন ধারন ক্ষমতাসম্পন্ন ২টি ওয়্যারহাউজ, ১টি ট্রান্সশিপমেন্ট শেড, ৫টি ওপেন ইয়ার্ড, ১০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ২টি ওয়েব্রিজ স্কেল স্থাপন, অফিস ভবন, ডরমেটরি ভবন নির্মাণসহ ২০১৩ সালের ১৮ মে বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে।

মন্ত্রী জানান, বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় নামে একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় ২০১৪ সালে প্রতিষ্ঠিত করা হয়েছে। অভ্যন্তরীণ নৌযান পরিচালনায় প্রশিক্ষণের জন্য মাদারীপুর এবং বরিশালে ২টি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে।

সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী জানান, চট্রগ্রাম বন্দর সীমানার কর্ণফুলি নদীর সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা ড্রেজিং করে নব্যতা ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় ৪২ দশমিক ৮০ লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে। এরইমধ্যে সরাসরি ক্রয় চুক্তির আওতায় নৌবাহিনীর মাধ্যমে ওই কাজ সম্পাদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে। কিছুদিনের মধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু হবে।