ঢাকা: বিএনপি বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও মন্তব্য করে দলটি।
বুধবার সন্ধ্যায় বেগম জিয়ার সংবাদ সম্মেলনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভা নেত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তার গৃহীত অপরাধের জন্য সন্ত্রাসীদের মাধ্যমে পুরো জাতিকে জিম্মি করে বিদ্বেষমূলক বক্তব্য উপস্থাপন করেছেন। কিন্তু এই মামলার রায়কে কেন্দ্র করে যদি দেশে নৈরাজ্য ও নাশকতামূলক অপতৎপরতা চালানো হয়। তাহলে আইনপ্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নিবে।
ওবায়দুল আরও বলেন, ‘মামলার রায় কোন ব্যক্তির বিরুদ্ধ নয়, অপরাধের বিরুদ্ধে।’