সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সমুদ্রে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের পূর্বাভাস

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৬ | ৯:৪৯ অপরাহ্ন

google-maps-weather-irene-650x328ঢাকা: গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কন্ট্রোর রুম থেকে বলা হয়, গভীর সঞ্চালনশীল মেঘমালা বা বজ্রমেঘ প্রতিনিয়ত ছোটাছুটি করছে। এই জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মৌসুমী বায়ু দুর্বল হয়ে যাওয়ায় গত ৭ জুলাই থেকে সারা দেশে বৃষ্টির তীব্রতা কমে যায়। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যায়। ফলে ভ্যাপসা গরম দেখা দেয়। শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।