চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার আবু নছর গুন্নুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। শনিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নূর এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, মিতু হত্যা মামলায় আবু নছর গুন্নুর জামিনের জন্য তার পক্ষে আদালতে আবেদন জানানো হয়েছিল। শনিবার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় জড়িত সন্দেহে গত ৭ জুন রাতে আবু নছর গুন্নুকে হাটহাজারীর মূসাবিয়ার মাজার থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তবে গুন্নুর পরিবারের দাবি, মাজারকেন্দ্রিক বিরোধের জেরে একটি পক্ষ ৩০ লাখ টাকা দিয়ে স্পর্শকাতর এই মামলায় গুন্নুকে ফাঁসিয়েছে।