চট্টগ্রাম: আহলে হাদিসের অনুসারীরা জঙ্গিবাদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ইমামরা।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নগরীর ১৬০টি মসজিদের খতিব ও ইমাম অংশ নেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এই ইমাম সমাবেশে বেশীরভাগ বক্তা জঙ্গিবাদ সৃষ্টির জন্য আহলে হাদিসের অনুসারীদের দায়ী করেন।
সমাবেশে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা শিক্ষক ও নাজিরপাড়া জামে মসজিদের খতিব আবুল আসাদ মোঃ জোবাইর রেজভি বলেন, বিভিন্ন মসজিদে আহলে হাদিসের অনুসারী যেসব খতিব ও ইমাম রয়েছেন, তারাই জঙ্গিবাদ সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বন্ধ করে দেওয়া পিস টিভির বক্তারা আহলে হাদিসের অনুসারী। এরা এখনো কোন কোন টিভিতে বক্তব্য রাখছেন। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী বলেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। আহলে হাদিসের অনুসারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হলে বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করা সম্ভব হবে।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি বলেন, আলেমরা জন্মগতভাবেই সন্ত্রাস বিরোধী। ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। ইসলাম পৃথিবীকে ভালবাসতে শিখিয়েছে। ইসলামের নামে যারা মানুষের ক্ষতি করে তারা মুসলমান নয়; ইসলামের শত্রু।
সমাবেশে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবুল হায়াত মোঃ তারেক জানান, নগরী ও জেলার ৯ হাজার ১০টি মসজিদের খুতবা মনিটর করতে একটি সেল গঠন করা হয়েছে। জঙ্গিবাদে উসকানি দেয় বা সন্ত্রাসবাদে উৎসাহিত করে এমন বক্তব্য মসজিদে দেওয়া হচ্ছে কিনা তা- খতিয়ে দেখা হচ্ছে।
নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার কাজিমুর রশিদ জানান, নগরীর কোতোয়ালী থানার মেহেদীবাগ এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও রহমতগঞ্জে গৃহায়ণ ও গণপূর্তের মসজিদে সন্দেহভাজন লোকজনের যাতায়াত রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, পিস টিভি সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। ইমামদের সাজেশানগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। পিস নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোরও তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গিদের বিষয়ে ইমাম ও খতিবদের খোঁজখবর রাখতে হবে। সবাই সচেষ্ট থাকলে জঙ্গিরা রেহাই পাবে না।