সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নর্থ-সাউথের প্রো-ভিসিসহ আটক ৩

| প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৬ | ৯:২০ অপরাহ্ন

arrest Handcuffsঢাকা: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার ঘটনায় জড়িতদের বাড়ি ভাড়া দেয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ তিনজনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন হলেন নর্থ-সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দীন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, প্রো-ভিসি গিয়াসউদ্দীন আহসান এই হমলাকারীদের কাছে বাড়ি ভাড়া দিয়েছিলেন। এই ভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য নিজ হেফাজতে রাখা বা সংশ্লিষ্ট থানায় জমা দেননি তিনি। বাড়ি ভাড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাদের আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে জঙ্গিরা এই ভবনে বাসা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর জঙ্গিদের সহযোগীরা এই বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে বালুভর্তি কার্টুন ও হামলাকারীদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি কার্টুনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলেও ধারণা করছেন তারা।

প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালায়। এ সময় তারা তিন বাংলাদেশি ও ১৭ বিদেশিকে জিম্মি করে। জিম্মিদের উদ্ধার করতে গেলে জঙ্গিদের হামলায় মারা যান দুই পুলিশ কর্মকর্তা। পরে রাতেই জিম্মি ২০ জনকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা করে। এই ঘটনায় সব মিলিয়ে ২৮ জনের প্রাণহানি হয়। জঙ্গিরা সবাই উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল পরিবারের সদস্য। জঙ্গিদের কেউ কেউ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।