চট্টগ্রাম : বাংলাদেশকে স্বতন্ত্র সাংস্কৃতিক ঐহিহ্যের ধারক উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার বলেছেন, ‘যারা দেশকে ধর্মান্ধ বানানোর চিন্তা করে, তারা ব্যর্থ হবে। শুধু পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও পরমতসহিষ্ণু হয়ে ঐক্যবদ্ধ শান্তি স্থাপনের জন্য কাজ করতে হবে।’
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজের নতুন শ্রী বিগ্রহসহ নবনির্মিত শ্রী শ্রী গুরু মন্দিরের শুভ উদ্বোধন ও উৎসর্গ উৎসব এবং ৫৩তম তিরোধান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আমরা স্বতন্ত্র ও ধর্মনিরপেক্ষ জাতি। বাংলাদেশ কখনও পথ হারাবে না, ধর্মান্ধ হবে না।’
এ সময় তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবা আওয়ামী লীগ সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে দাবি করে, আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। এছাড়া অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, অধ্যক্ষ বিবেকান্দ পুরী মহারাজ, মন্ত্রীর একান্ত সচিব অরুণ কুমার মণ্ডল, গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, প্রাক্তন উপ-সচিব বাবুল মজুমদার, আনোয়ারা- বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ওসি সালাউদ্দীন হীরা, সহকারী কমিশনার আরিফুল হক মৃদুল, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রবীর কুমার দাশ, বাঁশখালী থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক শ্যামল কান্তি দাশ, থানা যুবলীগ সভাপতি চেয়ারম্যান তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আ.ন.ম শাহাদত আলম, প্রকৌশলী বিধান চন্দ্র ধর, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বিশ্বজিত কর, সমাজসেবক হারাধন ধর, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নীল কন্ঠ দাশ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, সাধারণ সম্পাদক রাকেশ দাশ প্রমুখ।
একুশে/এএ