সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রনির বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী

| প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০১৮ | ৭:১২ অপরাহ্ন

চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি পাওয়া নুরুল আজিম রনির বিরুদ্ধে মামলা দায়েরের পর এবার জীবননাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী রাশেদ মিয়া। বৃহস্পতিবার রনির কাছ থেকে ‘সরাসরি’ জীবননাশের হুমকি পাওয়ায় পর নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতেই রাশেদ মিয়া একটি সাধারণ ডায়েরি করেন পাঁচলাইশ থানায়। এরআগে তার বিরুদ্ধে একই থানায় চাঁদাবাজি ও মারধরের মামলাটিও করেন তিনি।

এদিকে রাশেদ মামলা করে পালিয়ে বেড়ালেও মামলাটি তদন্তাধীন আছে জানিয়ে দৃশ্যমান কোনও পুলিশি তৎপরতার কথা জানাতে পারেননি সিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারীশ। তবে বাদীর জীবনের নিরাপত্তায় পুলিশ তৎপর বলেও দাবি তার।

অন্যদিকে রনির এমন কর্মকাণ্ডে বিব্রতবোধের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; ঢাকার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন ‘দেখুন, কিছু বিব্রতকর ব্যপার ঘটে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক। অপকর্ম করে কেউ পার পেয়ে যেতে পারেনি।’

অন্যদিকে আইন তার নিজস্ব গতিতে চলবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একুশে পত্রিকাকে বলেছেন, ‘বিষয়টি সিএমপির কমিশনার দেখছেন। উনিই স্পষ্ট উত্তর দিতে পারবেন।’

তবে সিএমপি কমিশনারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে সিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারীশ একুশে পত্রিকাকে বলেন, ‘রনির বিষয়ে মামলা আর জিডি উভয় বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগতভাবে যা যা করণীয় তা করা হবে।’

কী ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘সবার বাড়ি বাড়ি গিয়ে তো আর নিরাপত্তা দেওয়া সম্ভব না। তবে সার্বিক বিষয়টি আমারা একটি সেইফটি আমব্রেলার নীচে নিয়ে আসছি। যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

এদিকে জিডিতে রাশেদ মিয়া অভিযোগ করেন, ‘১৯ এপ্রিল বেলা ১২টার দিকে আমি বাসার বাইরে থাকাকালীন সময়ে রনি ও নোমানসহ তাদের সহযোগি অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন আসামি আমার বর্তমান ঠিকানার বাসায় গেইটের সামনে এসে আমাকে খোঁজাখুজি করতে থাকে। অমাকে না পেয়ে আমার বাসা দারোয়ানকে আমি ও আমার স্ত্রী আছে কিনা জিজ্ঞেস করলে তার প্রতিত্তরে দারোয়ান আমরা কেউ নাই বলে জানালে আসামিরা চিৎকার করে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি দিয়ে চলে যায়। একপর্যায়ে আসামিরা আমাকে না পেয়ে আমার কোচিং সেন্টারে গিয়ে আমাকে খোঁজাখুজি করতে থাকে এবং আমাকে না পেয়ে আসামিরা উক্ত স্থান থেকে চলে যায়।’

‘আসামিদের মধ্যে অজ্ঞাতনামা ফোন নম্বর হতে আমার ব্যবহার করা মোবাইলে ফোন করে আসামিদের নামে কোন মামলা না করার জন্য একং করলে আমাকে দেখে নেবে সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। এক ও দুই নম্বর আসামিসহ তাদের সহযোগি অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে আমি নিজেই বাদি হয়ে এজাহার দায়ের করি। যা পাঁচলাইশ মডেল থানার মামলা নং- ০৯, তারিখ ১৯/০৪/২০১৮, ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩২৫, ৩৪২, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ৩৪ দণ্ডবিধি রুজু হয়। এবস্থায় উল্লেখিত আসামিদের এমন কার্যকলাপে আমিসহ আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’

প্রসঙ্গত, নগরীতে এক অধ্যক্ষকে মারধর নিয়ে সমালোচনার রেশ না কাটতেই এবার এক কোচিং সেন্টারের মালিককে পেটানোর অভিযোগ উঠে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে মোহাম্মদ রাশেদ নামের ওই ভুক্তভোগী নগরীর পাঁচলাইশ থানায় একটি মামালা দায়ের করেন। এতে রনি ও তার বন্ধু নোমানকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছিলেন রনি। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরকে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন তিনি।

তবে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে মুঠোফোনে কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ একুশে পত্রিকাকে জানিয়েছেন পদ থেকে রনিকে অব্যাহতি নয়, বহিস্কার করা হয়েছে।

রনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিজ গ্রুপের জাকারিয়া দস্তগীরকে ঘোষণা দিলেও এ বিষয়ে রনির এখতিয়ার নেই বলে জানান ছাত্রলীগ সভাপতি সোহাগ। কেন্দ্র থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন ছাত্রলীগের র্শীর্ষ এ নেতা।

তবে রাশেদ চাঁদা ও মারধরের অভিযোগে মামলা করলেও রনির দাবি, রাশেদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। ওই কোচিং সেন্টারে তারও অংশীদারিত্ব রয়েছে এবং এ নিয়ে দ্বন্দ্বের জেরে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ জন্য নিজের ফেসবুক পেজে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের মদদে তার বিরুদ্ধে এসব করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল আজিম রনি।

এডি/একুশে