সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আসবাবপত্র কারখানায় আগুনে শিশু নিহত, দগ্ধ ৬

| প্রকাশিতঃ ১৩ অগাস্ট ২০১৬ | ৯:১৬ অপরাহ্ন

fire picচট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি আসবাবপত্র কারখানায় আগুনে তাহেরা বেগম (৫) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরো ছয়জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বরিশাল কলোনির কাসেম মার্কেট এলাকায় একটি ছয় তলা ভবনের নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে নিহত তাহেরা বেগমের বাবা বজলু মিয়া (৪০), মা রাশেদা বেগম (৩৫) ও ভাই রায়হান (১০) দগ্ধ হয়েছেন। এছাড়া অন্য আহতরা হলেন- মাজিদ (১৮), মেহেদী (২৫) ও সালেমা বেগম (২০)। এদের মধ্যে মেহেদী ও সালেমা বাড়ি বরগুনায়, অন্যরা হবিগঞ্জের স্থায়ী বাসিন্দা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানান, কারখানায় বার্নিশ তৈরিতে ব্যবহৃত আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়। এ সময় আহতরা ঘুমাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনে সাতজন আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ বলেন, আগুনে আহতদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাহেরা মারা যান। অন্যদের অবস্থাও আশংকাজনক।