সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘মাটি খুঁড়ে’ জঙ্গি বের করার ঘোষণা চট্টগ্রামের এসপির

| প্রকাশিতঃ ১৩ অগাস্ট ২০১৬ | ৬:১৯ অপরাহ্ন

SP Nurealamচট্টগ্রাম: ‘মাটি খুঁড়ে’ জঙ্গি, সন্ত্রাসী ও দেশদ্রোহীদের বের করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা। জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক ও আদর্শিক আন্দোলনের লক্ষ্যে পাঁচ দফা কর্মপরিকল্পনাও তুলে ধরেন পুলিশ সুপার।

শনিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম থেকে জঙ্গিবাদের মূল শেকড় তুলে না ফেলা পর্যন্ত জেলা পুলিশের একজন সদস্যও ব্যারাকে ফিরে যাবেনা। চট্টগ্রাম যতক্ষণ জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত হবেনা ততক্ষণ ‍যুদ্ধ শেষ হবেনা। মাটি খুঁড়ে জঙ্গি, সন্ত্রাসী, দেশদ্রোহীদের বের করা হবে।

পুলিশ সুপার বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, তার বন্ধুবান্ধব কারা নজর রাখুন। কেউ যদি নিজের সন্তানকে যদি খুঁজে না পান। দ্রুত পুলিশকে জানান।

জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক ও আদর্শিক আন্দোলনের লক্ষ্যে পাঁচ দফা কর্মপরিকল্পনার কথা জানান পুলিশ সুপার নুরেআলম মিনা। তিনি বলেন, পাঁচ দফা কর্মপরিকল্পনাগুলো হল, কমিউনিটি পুলিশদের মাধ্যমে গ্রামে-পাড়া-মহল্লায় অপরাধীদের তথ্য সংগ্রহ করা, ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধ করা, থানা পর্যায়ে সভা-সমাবেশ- সেমিনার, ওপেন হাউজ ডে এবং লিফলেট বিলির মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তোলা, স্কুল-কলেজ-মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জঙ্গিবিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনে অভিভাবকদের মনযোগী করা।

এসময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা। সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীসহ জেষ্ঠ্যে সাংবাদিকরা বক্তব্য রাখেন।