চট্টগ্রাম: আইনের বাইরে এক টাকাও অতিরিক্ত ট্যাক্স ধার্য্য করার এখতিয়ার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সংরক্ষণ করে না বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। রোববার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রামের ‘নগর ও বাইশ মহল্লা সর্দ্দার কমিটির’ সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, নগরবাসীর সেবা পাওয়ার একমাত্র অবলম্বন হোল্ডিং ট্যাক্স। সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যেভাবে ট্যাক্স ধার্য্য করেছে, ঠিক সেভাবেই সিটি কর্পোরেশন ট্যাক্স আদায় করছে। আইনের আওতার বাইরে এক টাকাও অতিরিক্ত ট্যাক্স ধার্য্য করার এখতিয়ার সিটি কর্পোরেশন সংরক্ষণ করে না। বিধি বিধান অনুযায়ী ৫ বছর অন্তর অন্তর হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণ করার এখতিয়ার সরকারের আইন দ্বারা নির্ধারন করে দিয়েছে।
মেয়র বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোন নাগরিকের উপর অধিক হারে হোল্ডিং ট্যাক্স ধার্য্য করার কোন এখতিয়ারই আমার নেই। কোন মহল দ্বারা প্রভাবিত হয়ে কেউ সিটি কর্পোরেশনের সেবাধর্মী কর্মকান্ডে বাধাগ্রস্থ করতে চাইলে নগরীর নাগরিকবৃন্দই ঐক্যবদ্ধভাবে বাধা সৃষ্টিকারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
মেয়র শতভাগ নাগরিক সেবার ¯^ার্থে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধে সিটি কর্পোরেশনের পাশে মহল্লা সর্দ্দারদের থাকার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় নগর ও বাইশ মহল্লা সর্দ্দার কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারন সম্পাদক মাকসুদ আহমদ, সিনিয়র সহ সভাপতি আবু মুসা চৌধুরী, সহ সভাপতি এস এম সওকত হেসেন, সাংগঠনিক সম্পাদক হাজী আলী বক্স, মোহাম্মদ তারেক, প্রচার সম্পাদক সালা উদ্দিন ইবনে আহমদ, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।