চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় পৃথক অভিযানে মদ-গাঁজাসহ সাত নারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রুমা বেগম (২৫), মুন্নি আকতার (৩০), রহিমা বেগম (৪০), সেলিনা (২৫), ছামুনা খাতুন (৬০), রাফিয়া খাতুন (৫০) এবং আয়েশা খাতুন (২৮)।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার সন্ধ্যায় অক্সিজেন মোড় এলাকা থেকে ১৫০ লিটার চোলাই মদসহ পাঁচ নারীকে আটক করা হয়। এছাড়া রাফিয়া খাতুন এবং আয়েশা খাতুন নামে আরও দুই নারীকে নগরীর শান্তিনগর থেকে আটক করা হয়। এদের কাছে দুই কেজি গাঁজা পাওয়া গেছে।
‘মাদক ব্যবসায়ী না হয়েও শুধুমাত্র টাকার বিনিময়ে যাত্রীবেশে এক জেলা থেকে অন্যজেলায় মাদক পরিবহন করে আসছিল এসব নারীরা। কম সময়ে বেশি আয়ের সুযোগ থাকায় তারা এই পেশা বেছে নিয়েছেন। তাদের স্বামী, সন্তান, এমনকি পিতাও একই পেশায় আছে।’ –বলেন ওসি মোহাম্মদ মহসীন
সাত নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।