চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারির অদূরে সাগরে তল্লাশি চালিয়ে ছয় লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার ভোরে কুমিরাঘাটের কাছে সাগরে বস্তাভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে একটি বোটে করে ইয়াবাগুলো আনা হয়। এসব ইয়াবা ভাটিয়ারির দিকে নিয়ে যাওয়ার জন্য বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ছিল। গোপন সূত্রে এ তথ্য পেয়ে তৎপর হয় কোস্টগার্ড।
তিনি বলেন, ভোরে ওই এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেয় অভিযানে যাওয়া কোস্টগার্ডের দল। কিন্তু বোটটি নির্দেশ অমান্য করে ভাটিয়ারির দিকে চলে যায়। একপর্যায়ে পাচারকারীরা ইয়াবাভর্তি চারটি বস্তা জালের সঙ্গে বেঁধে পানিতে ফেলে পালিয়ে যায়। পরে সাগরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি অবস্থায় ছয় লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।