চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭১তম জন্মদিন উপলক্ষে সোমবার চট্টগ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
সোমবার বাদে যোহর খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের জন্য দলীয় কার্যালয় নাসিমন ভবন জামে মসজিদে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা এস.এম সাইফুল আলম, মো. আলী, ইসকান্দর মির্জা, আর.ইউ চৌধুরী শাহীন, অধ্যাপক নুরুল আলম রাজু, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সৌরভ কোম্পানী, ইকবাল চৌধুরী, কমিশনার মাহবুবুল আলম। আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এড. মুফিজুল হক ভূইয়া, এড. কামরুল ইসলাম সাজ্জাত। বিএনপি নেতা শাহেদ বক্স, এ.কে.এম জাফরউল ইসলাম, হাজী নবাব খান, আকতার খান, হাজী মো. তৈয়ব। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, গাজী মো. সিরাজউল¬াহ, বেলায়েত হোসেন বুলু, এইস.এম রাশেদ খান প্রমুখ।