চট্টগ্রাম: মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, দুস্থ ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা, মিলাদ মাহফিল, কোরআনখানি ও আলোচনা সভার মাধ্যমে সোমবার চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
নগর আওয়ামী লীগ
সকালে দিবসের শুরুতেই চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীসহ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নাছিরের নেতৃত্বে নগরের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীর কর্মসূচী পালিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১ ঘন্টার মানবপ্রাচীরে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিক্ষার্থী ও জনসাধারণও অংশ নেয়।
কর্মসূচী চলাকালে টাইগারপাস মোড়ে মেয়র বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ আস্তানা গাড়তে পারবে না। এখানে ধর্ম-বর্ণ-সম্প্রদায়-দল-মত নির্বিশেষে সকলে মিলেমিশে শান্তিতে সৌহার্দপূর্ণ পরিবেশে স্ব স্ব ধর্ম-কর্ম পালন করে যাচ্ছে।
সিটি মেয়র বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধ চট্টগ্রাম থেকে শুরু হয়। চট্টগ্রাম থেকে বাংলার স্বাধীনতা’র ঘোষনা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষিত হয়। কিন্তু চট্টগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব চট্টগ্রামবাসী দিতে প্রস্তুত আছে।
প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীরে আট হাজার কর্মকর্তা-কর্মচারী ও ৯০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে বলে জানান মেয়র আ জ ম নাছির।
চট্টগ্রাম জেলা প্রশাসন
শোক দিবসের সকালে সার্কিট হাউস থেকে শোকযাত্রা বের করে চট্টগ্রাম জেলা প্রশাসন। শোকযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম মহনগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পুলিশ সুপার নুরেআলম মিনাসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে শোক র্যালি বের হয়। এতে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল নয়টায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা প্রমুখ।
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতারা। পরে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এর আগে জাতীয় শোক দিবসের শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।