চট্টগ্রাম : নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানসহ নগর বিএনপির শীর্ষ চার নেতার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯ টা থেকে আড়াইটার মধ্যে এসব নেতার বাসায় অভিযান চালানো হয়। তবে এসময় তারা কেউ বাসায় ছিলেন না।
অভিযান চালানো অন্য দুই নেতা হলেন নগর বিএনপির সহ সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী একুশে পত্রিকাকে জানান, রাত ৯টা ২০ মিনিটে এম এ আজিজের পতেঙ্গার কলসী দিঘীর পাড়ের বাসায়, রাত ১০টায় আবুল হাশেম বক্করের এনায়েত বাজারের বাসায়, ১১টায় আবু সুফিয়ানের চান্দগাঁও আবাসিকের এ ব্লকের বাসায় এবং জাহাঙ্গীর আলম দুলালের খুলশীর বাসায় অভিযান চালায় পুলিশ।
এছাড়া মঙ্গলবার রাতে সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ খানসহ ৯ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
এদিকে, বিএনপির শীর্ষ চার নেতার বাসায় পুলিশী অভিযান ও হয়রানি এবং ৯ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, অবৈধ আ.লীগ সরকার প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গণহারে হয়রানি, গ্রেফতার ও গায়েবি মামলায় জড়াচ্ছে। এসব করে এ অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, গণবিস্ফোরণ হবেই। বলেন ডা. শাহাদাত।
একুশে/এটি