চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত থেকে ফেরার পর কারাগারে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে দুই বন্দির কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা পাওয়ার খবর পাওয়া গেছে। তবে কারাগারের উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি ‘জানেন না’ বলে দাবি করেছেন।
কারাগার ও আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে আসেন নুরে আলম ও বাছা ওরফে বাছাইয়া নামের দুই আসামি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদালতের কাজ শেষে ওসির (হাজত) অনুমতিক্রমে তাদেরকে সিএনজি অটোরিকশাযোগে কারাগারে নিয়ে যাওয়া হয়। ওই অটোরিকশায় দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল মোতাহের। পরে চট্টগ্রাম কারাগারের গেটে পৌঁছার পর কারারক্ষিদের তল্লাশির মুখে পড়েন নুরে আলম ও বাছা ওরফে বাছাইয়া। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কনস্টেবল মোতাহের বিষয়টি অস্বীকার করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম বলেন, জেলগেটে মাদক উদ্ধারের বিষয়ে আমার জানা নেই। কেউ আমাকে নলেজে দেয়নি।
অনেকটা একই উত্তর দিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির। তিনি বলেন, ‘জেলগেটে মাদক উদ্ধার হয়েছে কিনা- তা আমি জানি না। আমি একটু ব্যস্ত আছি। আপনি আগামীকাল খোঁজখবর নিন।’