চট্টগ্রাম : দুর্গোৎসবের আগে উপকূলীয় জেলেদের সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
রোববার (১৪ অক্টোবর) বিকেলে উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় উপকূলীয় জেলেদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
খোরশেদ আলম সুজন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই সব ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। বিপরীতে সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায়। তাই আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
জেলেদের সাধুবাদ জানিয়ে খোরশেদ আলম সুজন বলেন, প্রজণন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞাতে ইলিশ মাছ না ধরে জেলে সম্প্রদায়গণ দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করছেন। এর ফলে দেশের জনগণ একদিকে স্বল্পমূল্যে সুস্বাদু ইলিশের স্বাদ গ্রহণ করতে পারবে অন্যদিকে সরকারও ইলিশ মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
সাগরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুজন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা জলদস্যুদের হাতে নির্যাতিত হচ্ছে। এ নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, জেলে সম্প্রদায়ের নেতা কৃষ্ণপদ জলদাস, সুভাষ চন্দ্র জলদাস, কৃষ্ণ জলদাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু মহাজন, সাধারণ সম্পাদক শিতম শীল, বাপ্পু জলদাস, লিটন জলদাস, বাপ্পি জলদাস, অন্তু জলদাস, শিবু জলদাস, জয় জলদাস, সমীর জলদাস, বিদ্যা জলদাস, সাদেকুর রহমান সাদেক, আলী আজগর, সাবের হোসেন, মোঃ ইউছুপ, আব্দুল কুদ্দুস মাখন, জসিম উদ্দিন, রাজু চৌধুরী, মোঃ আজগর, কাজল লোদ প্রমুখ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসএইচ