সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম রেল স্টেশনে ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্লাটফর্ম

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৬ | ৯:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে নিয়ন্ত্রন হারিয়ে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উঠে গেছে।

বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, স্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেন পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন চালক। এক পর্যায়ে এটি তিন নম্বর প্লাটফরমে উঠে যায়। এতে প্লাটফরমের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।