সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মেয়রকে দেওয়া চিঠি ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৬ | ১০:৫৬ অপরাহ্ন

14037623_1221553691222807_1781425290_oচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া চিঠি ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক শ্রমজীবী জনতা’ নামের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনকে অর্থ বরাদ্দ প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ৫ শতাংশ ঘুষ দাবির প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়।

সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। এ বক্তব্যের পক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ দেওয়ার অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

‘সচেতন নাগরিক শ্রমজীবী জনতা’র আহ্বায়ক উজ্জল বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠন, শ্রমজীবী সংগঠন, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। .

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন গত এক বছরে বৈদেশিক সাহায্যসহ থোক বরাদ্দ পেয়েছে দুই শত ২৭ কোটি টাকা। অন্যদিকে ঢাকার দুই করপোরেশন পেয়েছে দুই হাজার কোটি টাকা। যুগে যুগে চট্টগ্রামের প্রতি অনেক বিমাতা সুলভ আচরণ করেছেন প্রধানমন্ত্রী। তার স্মৃতি বিজড়িত চট্টগ্রামকে আপন মনের মাধুরী মিশিয়ে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করার পদক্ষেপ গ্রহন করলেও কিছু চট্টগ্রাম বিদ্বেষী আমলা এই উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

মুষ্টিমেয় ঘুষ খোর আমলার কারনে আমাদের দেশ প্রেমিক প্রশাসন জনগনের নিকট প্রশ্নের সম্মুখীন হচ্ছে- বলেও উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় ছাত্রসংসদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নূর মোহাম্মদ নাজমুল বলেন, প্রশাসন ও মন্ত্রনালয়ে রেখে যাওয়া জামাত-শিবিরের প্রেতাত্মারা বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য ঘুষ ও দূর্নীতির সৃষ্টি করেছে। উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য ৫ শতাংশ ঘুষ দাবী করা হয়েছে। এর বিরুদ্ধে মেয়রের প্রতিবাদের কারনে মন্ত্রনালয় থেকে জবাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। এতে ছাত্র, যুবক ও শ্রমজীবীরা রাজপথে নেমে আসবেন। .

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুহাম্মদ ইসহাক, মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, জাতীয় শ্রমিকলীগ পাহাড়তলী শিল্প অঞ্চলের সভাপতি শফি, সচেতন নাগরিক শ্রমজীবী জনতার যুগ্ম আহ্বায়ক মো: ওসমান গণি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ, মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক ইসমাইল হোসেন শুভ, মহানগর ছাত্রলীগের সদস্য তানভীরুল আলম অপু এবং কমার্স কলেজ ছাত্রনেতা আরিফুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেনারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মহসীন কলেজ ছাত্রলীগ, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।