মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শৃঙ্খলাভঙ্গে বি. চৌধুরী ও মাহী আউট, নতুন কমিটি ঘোষণা

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৮ | ৪:১৯ অপরাহ্ন

একুশে ডেস্ক : শৃঙ্খলাভঙ্গে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।

নতুন এই কমিটিতে বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারীকে সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব ঘোষণা করা হয়েছে।

দু-একদিনের মধ্যেই তলবিসভা ডাকা হবে জানান নতুন সভাপতি নুরুল আমীন বেপারী।

মোবাইলে হুমকির কথা উল্লেখ করে নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, আমরা সংবাদ সম্মেলনের জন্য প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলো।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বাদ পড়ার পর বেকায়দায় পড়েন বিকল্পধারার শীর্ষস্থানীয় নেতারা। বিকল্পধারার একটি অংশ দলটির প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরীকে বহিষ্কার করে পাল্টা-বিকল্পধারা গঠনের সিদ্ধান্ত নেন। ৭১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণারও প্রস্তুতি নেয় বিকল্পধারার বিদ্রোহী গ্রুপ।

৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা আসছেন তাদের সিংহভাগই আগের কমিটির সদস্য বলে মধ্যম সুত্রে জানা গেছে। এদিকে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজার সঙ্গে বারিধারার বাসায় রুদ্ধদ্বার বৈঠক করেন বি. চৌধুরী।

একুশে/ডেস্ক/এসসি