মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কারাগারে খসরু, প্রতিবাদে কাল সমাবেশ

| প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০১৮ | ৬:৩৫ অপরাহ্ন

বিএনপির কালো পতাকা মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। ছবি-আকমাল হোসেন।

নিজস্ব প্রতিবেদকঃ আইসিটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মহমুদ চৌধুরী কে কারাগারে পাঠিয়েছে আদালত। এর প্রতিবাদে সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয় নসিমন ভবনে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে নগর বিএনপি। রবিবার বিকেলে কেন্দ্র ঘোষিত বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।

আয়োজিত এই সমাবেশে সভাপতির বক্তব্যে শাহাদাত বলেন, উচ্চ আদালতের জামিন থাকা সত্ত্বেও চট্টগ্রামের নিম্ন আদালতের বিচারক প্রেসক্রিপশন করা রায় দিয়েছেন। ওই বিচারক লজ্জায় এজলাসে রায় দিতে না পেরে খাস কামরা থেকে স্ট্যানোকে পাঠিয়ে রায় দিয়েছেন। এমন ন্যাক্কারজনক ঘটনা বিচার বিভাগকে লজ্জায় ফেলে দিয়েছে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন,ডিজিটাল নিরাপত্তা আইন করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছেন।আপনাদের গড়া এই আইনে, আপনাদেরই একদিন গ্রেফতার হতে হবে।ইতিহাস কখনো ক্ষমা করবে না। গায়েবী মামলায় ঘরছাড়া নেতাকর্মীদের বদ দোয়া থেকেও আপনারা বাঁচবেন না।

এসময় তিনি আগামীকালের প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ৪১ ওয়ার্ড ও ১৫ টি থানার নেতাকর্মীদের আহ্বান জানান। এছাড়া ২৭ অক্টোবর লালদীঘি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসমাবেশ ঘিরে নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলেন।
এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক হারুন-উর-রশীদ, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একুশে পত্রিকা/আরএইচ