মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ, প্রস্তুতি শেষ

| প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০১৮ | ১১:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম :  নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।

শনিবার (২৭ অক্টােবর) দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার প্রস্তুতি রয়েছে। সকাল থেকেই নাসিমন ভবন ও আশপাশ এলাকাজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতিসভা ও বিকেলে চট্টগ্রাম বিভাগের বিএনপির সকল নগর ও জেলার নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে কেন্দ্রীয় অনেক নেতা চট্টগ্রামে এসে পৌঁছেছেন।

নগরের লালদীঘি মাঠে নগর পুলিশের কাছে সমাবেশ করার অনুমতি চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের নেতৃবন্দ। মাঠ কর্তপক্ষ (মুসলিম হাইস্কুল) সমাবেশ করার অনুমতি দিলেও নগর পুলিশের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেয়া হয়।

এদিকে ২৫ শর্তের কোনো একটি ভঙ্গ করা হলে যেকোনো মুহূর্তে জনসভার অনুমতি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিএমপির কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান। তিনি বলেন, কিছু শর্ত দিয়ে ঐক্যফ্রন্টকে জনসভার অনুমতি দেয়া হয়েছে। মিছিল নিয়ে জনসভায় না আসা, বিকেল ৫টার মধ্যে জনসভা শেষ করাসহ বেশকিছু শর্ত দেয়া হয়েছে।

আজকের সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ছাড়াও ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

একুশে/এসসি