
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে ব্যালট পেপার ছাড়া অর্থাৎ, ইভিএমে ভোট হবে। ৬ আসনে প্রায় ৯০০ টির মতো কেন্দ্রে সম্পূর্ণ ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার সাংবাদিকদের এই তথ্য জানান।
তবে ৩০০টি আসনের মধ্যে কোন ছয়টিতে ইভিএম ব্যবহার হবে,তা এখনও চূড়ান্ত করেনি কমিশন। ইসি সচিব জানিয়েছেন,দৈবচয়নের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকায় ছয়টি আসন বাছাই করা হবে। আগামী ২৮ নভেম্বর এই আসনগুলো চূড়ান্ত করে জানানো হবে।
ইভিএমের কেন্দ্রে সেনাবাহিনী টেকনিক্যাল সাপোর্ট দেবে জানিয়ে ইসি সচিব আরো বলেন,সাধারণ নির্বাচনি কর্মকর্তা ও সেনাবাহিনী সংমিশ্রনে ইভিএম পরিচালনা করা হবে। এজন্য আগামীকাল রবিবার (২৫ নভেম্বর) সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তারা যার যার বিভাগে গিয়ে আরও সদস্যদের প্রশিক্ষণ দেবে। ভোটকেন্দ্রে সেনাবহিনীর সিগন্যাল কোরের এই সদস্যরা টেকনিক্যাল সাপোর্টও দেবে।
এদিকে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যেই একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। রাজনৈতিক দলগুলো ইভিএমে ভোট কারচুপির সন্দেহ জানালেও ইসি তা নাকচ করে।
এ বিষয়ে ইসি সচিব ড.হেলালুদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে।ডিজিটাল ব্যবস্থাপনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শিক্ষিত হচ্ছে। এসব বিবেচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।
একুশে/আরএইচ