
নিজস্ব প্রতিবেদক : মতানৈক্য ভুলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের; বলেন তিনি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নগর আওয়ামী লীগের বর্ধিতসভায় এসব কথা বলেন মেয়র।
নগরে ৪১টি ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে উল্লেখ করে নাছির বলেন, নগরের ৬ আসনে যাদেরকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন, তাদের বিজয়ী করতে হবে। এইটা আমাদের দায়িত্ব। এ লক্ষে নগরের ৪১টি ওয়ার্ডে এবং কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।
বর্ধিত সভায় আসা আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রাপ্ত নগরের ৪ আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে মাহতাব উদ্দিন চৌধুরীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরের আসনগুলোতে যে ৬ জনকে নৌকার প্রার্থী করেছেন, তাদের বিজয়ী করতে হবে। সেই লক্ষে আমাদের কাজ করতে হবে।
বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য আফছারুল আমিন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁ-বোয়ালখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য মাঈনুদ্দীন খান বাদল, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য এম এ লতিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ব্যারিস্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল প্রমুখ।
একুশে/এসসি