
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নওফেল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-০৯ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। এই আসনের ভোটাররা উজ্জীবিত। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি নেই। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কারণে জনগণ নৌকা প্রতীকে ভোট দেবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিমাহতাব উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন,সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল,যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী প্রমুখ।
একুশে/আরএইচ