বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

খালেদার বিকল্প প্রার্থী ফখরুল

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৮ | ৩:৩৩ অপরাহ্ন

একুশে ডেস্কঃ আইনি বাধ্যবাধকতায় জাতীয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে খালেদার বিকল্প হিসেবে নির্বাচন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের নেতাকর্মীরা।

দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদের কাছে খালেদা জিয়ার মনোনয়ন পত্রটি জমা দেয়া হয়। এসময় জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামানতের টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকেলে তিনি মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে।

উচ্চ আদালতের একটি রায়ের কারণে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার আসনেই মনোনয়ন পত্র কিনে রাখছেন মির্জা ফখরুল।

একুশে/আরএইচ