বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কোনো আসনে প্রার্থী হচ্ছেন না ড.কামাল

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৮ | ৭:১৩ অপরাহ্ন

ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন প্রার্থী হচ্ছেন না জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন সুব্রত।

নিজের মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে জোটের বিষয়টা চূড়ান্ত হয়নি। কাল থেকে আমাদের চূড়ান্ত করার কাজ শুরু হবে। জোটের পক্ষ থেকে পরে আমাদের মনোনয়ন চূড়ান্ত হবে।

সুব্রত বলেন, আমাদের সভাপতি জাতীয় ঐক্যফন্টের নেতৃত্ব দিচ্ছেন। ফ্রন্ট তিনি পরিচালনা করছে। তিনি আগেও বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য তিনি ঐক্য করেন নাই। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জাতির স্বার্থে তিনি এই ঐক্যে শরিক হয়েছেন।

সুব্রত আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমাদের গণফোরামের সভাপতি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন কোনো আসনেই প্রার্থী হচ্ছেন না। এ ব্যাপরে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

একুশে/এসসি