
চট্টগ্রাম : চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আমাদের মাঝে মতানৈক্য, পছন্দ-অপছন্দ থাকতে পারে, থাকতে পারে প্রার্থীদের দোষ-ত্রুটি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যিনি নৌকা প্রতীক নিয়ে এসেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তিনি আওয়ামী লীগের প্রার্থী, আমাদের প্রার্থী। কাজেই সব ভেদাভেদ, পছন্দ-অপছন্দ ভুলে গিয়ে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আন্দরকিল্লাস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আফছারুল আমীনের সমর্থনে মতবিনিময় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘বৃহত্তর স্বার্থে আমাদের একাট্টা হতে হবে। আমাদের কাছে দল ও নৌকা সবচেয়ে উপরে। নৌকা জিতলে দেশ জিতবে। আর দেশ জিতলে দেশের মানুষ জিতবে।’
ডা. আফছারুল আমীনকে ক্লিন ইমেজের মানুষ উল্লেখ করে মেয়র বলেন, ‘গত ১০ বছর তিনি মন্ত্রী-এমপি ছিলেন। এক টাকার দুর্নীতি করেছেন কেউ বলতে পারবে না। সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।’
এসময় আফছারুল আমীনের আচরণে দলের কোনো নেতাকর্মী কষ্ট পেয়ে থাকলে তার পক্ষে মেয়র ক্ষমা চান এবং সমস্ত মান-অভিমান ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের আ.লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ডা. আফছারুল আমীন, নগর আ.লীগের সহ সভাপতি নঈম উদ্দিন, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমাল আল মাহমুদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিক আদনান, মোহাম্মদ ফারুক, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, এফ এম কবির আহমদ মানিক, মোরশেদ আকতার চৌধুরী, মোহাম্মদ মোরশেদ, ফারহানা জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান আমার আত্মীয়। কিন্তু আত্মীয় বলে আমি তার পক্ষে যেতে পারব না। আমার বাবা বলতেন আত্মীয়ের চেয়ে দল বড়, দলের আদর্শ বড়। এই আদর্শিক লড়াইয়ে কোনো ছাড় নেই, আপোস নেই।
একুশে/এটি