
ঢাকা : ১৫ ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ইশতেহারে দিনবদলের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ইশতেহারে গ্রামকে শহরে রূপান্তর করার কর্মসূচিও গুরুত্ব পাবে। ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না। দেশ ও জনগণের রাজনীতি করে যাবে। বিগত বছরগুলোতে মানুষের কল্যাণে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ।
তিনি বলেন, অনেক উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছিল-এগুলো কোন কাজে আসবে না। মালিবাগ-মৌচাকের ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার যেখানে যানজট লেগে থাকত। সেখানে দ্রুত যাওয়া যায়। বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোন মেগা প্রজেক্ট উপহার দিতে পারেনি; বরং অদূরদর্শীতায় দেশকে পিছিয়ে দিয়েছিল।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে না । এবার আওয়ামী লীগের মনোনয়নে ৫০ জনের কাছাকাছি নতুন মুখ আনা হবে। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে আজীবনের জন্য বহিস্কার করা হবে। বড় দল তাই অনেকে অপকর্ম করেছেন, ভুলত্রুটি হয়েছে কিন্তু কাউকেই বিচারের বাইরে রাখা হয়নি। আর ভুল হলে সংশোধনের সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।
আসন বন্টন নিয়ে জোটে অসন্তোষ কিছুটা থাকবে-জানিয়ে তিনি বলেন, তা জোটেই সমাধান করা হবে।
এছাড়া, বিএনপিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলটি ছাড়াও বড় বড় রাজনীতিবিদ জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছে। যুদ্ধাপরাধে সম্পৃক্ত দলের নেতাদের মনোনয়ন দিয়ে স্বাধীনতা বিরোধী অশক্তির কাছে মাথা নত করেছে বিএনপি।
একুশে/আরসি/এসসি