
ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সব রাজাকার, খুনি, যুদ্ধাপরাধী, দণ্ডিত অপরাধী ও দুর্নীতিবাজরা সব ঐক্যফ্রন্টে জোট বেঁধেছে। অন্যদিকে, উন্নয়নকামী ও শান্তিকামী জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী সমন্বয় পরিষদের এক মতিবিনিময় সভায় ইনু একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, অপরাধীদের নেতৃত্বে গণতন্ত্র হয় না। আজ সব অপরাধী ঐখ্যফ্রন্টের ছাতার নিচে আশ্রয় নিয়েছে। আজ প্রত্যাখানের সময় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেই রাজাকার খুনি, দণ্ডিত অপরাধী, দুর্নীতিবাজসহ যেসব অপরাধী ঐক্যফ্রন্টে জোট বেঁধেছে, তাদের প্রত্যাখান করতে হবে।
ইনু বলেন, শেখ হাসিনা তার নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক শান্তি এনেছেন। পাশাপাশি তার উন্নয়নের গণমুখী পরিকল্পনা যুগান্তকারী ভূমিকা রেখেছে। ১০ বছরে বিচারহীনতার সংস্কৃতি থেকে আইনের শাসনে উত্তরণ ঘটানোর চেষ্টা করেছি। সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার ধারা থেকে আমরা সম্প্রীতির অসাম্প্রদায়িক ধারায় উত্তরণের পথে আছি। একইসঙ্গে জঙ্গি-সন্ত্রাস থেকে শান্তির পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা অনুন্নয়ন ও দারিদ্র্য থেকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে হাঁটছি।
ইনু বলেন, আজ দেশে শান্তি বিরাজ করছে। কিন্তু দেশের মানুষ শান্তিতে বসবাস করুক তা উনাদের ভালো লাগেনা। অতীতে উনারা ক্ষমতায় ছিলেন। উন্নয়ন তো দুরে থাক এতিমের টাকা পর্যন্ত আত্মসাত করেছেন। এখন আবার দেশকে পেছনের দিক ঠেলে দেওয়ার জন্য ঐক্যফ্রন্টের সাথে জোট করেছেন।
একুশে/এসসি