সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এসএসসিতে ভুল প্রশ্ন দেয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

| প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৬:০০ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষা নেওয়ার ঘটনায় এক কেন্দ্র সচিবকে অব্যহতি দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ওবায়দুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম নগরীর ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান বলেন, আমরা সাতজন কেন্দ্র সচিবকে কারণ দর্শাতে বলেছি। তাদের মধ্যে রোববার একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে।

বাকীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।