
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী পঞ্চদশ বিতর্ক ও পাবলিক স্পীকিং কর্মশালা; উদ্যোগটি নিয়েছে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি হিমাদ্রি শেখর নাথ।
লিখিত বক্তব্যে বলা হয়, এই বিতর্ক কর্মশালায় সর্বমোট ১ হাজার ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিতর্ক কর্মশালায় বাংলা বিতর্ক, ইংরেজি
বিতর্ক এবং পাবলিক স্পিকিং এর উপর প্রশিক্ষণ দেয়া হবে। এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণ লেকচার দেবেন এবং প্রতিটি শিক্ষার্থীকে সিইউডিএসের জাতীয় পর্যায়ে বিতার্কিকদের মাধ্যমে গ্রুমিং করানো হবে ও বিতর্ক সহায়ক আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করা হবে।
এই কর্মশালায় ‘মাইগ্রেশন, রিফিউজি এবং ডায়াস্পোরা’ বিষয়ে ক্লাস নেবেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড.ফরিদ উদ্দিন আহমেদ,সংবিধান, মানবাধিকার ও বাংলাদেশের আইনি ব্যবস্থা’ বিষয়ে ক্লাস নিবেন সিইউডিএস এর মডারেটর ও আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান,’উচ্চারণ ও যোগাযোগ’ বিষয়ে ক্লাস নিবেন ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর সুকান্ত ভট্টাচার্য।
এছাড়াও পাবলিক স্পিকিং ও উপস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করবেন ‘টেন মিনিট স্কুল’ এর সাবেক প্রধান নির্দেশক, ‘ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম’ এর ডেপুটি ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নন্দিত বিতার্কিক সাকিব বিন রশীদ। বাংলা বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর যুগ্ম সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক কৃতি বিতার্কিক জিহাদ আল মেহেদী। ইংরেজী বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট কাউন্সিল (বিডিসি) এর চেয়ারপার্সন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ফারদিন আমিন।
আগামী ১৮ মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক কর্মশালার পর্দা নামবে। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে চবি উপাচার্য স্বাক্ষরিত সনদ প্রদান করা হবে।