মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

টেক্সাসে ৯ মিনিটে ৬ সন্তানের জন্ম

| প্রকাশিতঃ ১৭ মার্চ ২০১৯ | ৮:২০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র টেক্সাসে থেলমা চাইকা নামের এক নারী ৯ মিনিটে ৬ সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) টেক্সাসের ওম্যান’স হাসপাতালে স্থানীয় সময় ভোর ৪.৫০মিনিট থেকে ৪.৫৯ মিনিটের মধ্যে সন্তান প্রসব করেছেন। তারমধ্যে দুই জোড়া যমজ ছেলে ও এক জোড়া যমজ মেয়ে রয়েছে।সদ্যোজাতরা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুই মেয়ের নাম রেখেছেন জিনা এবং জুরিয়েল। ছেলেদের নাম যদিও এখনও ঠিক হয়নি। বাছাই পর্ব চলছে।

৬ সন্তানের গর্বিত মায়ের ছবি ওম্যান’স হাসপাতালের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও করার পর ভাইরাল হয়। একসঙ্গে ছয়টি সন্তান পেয়ে এখন তিনি অনেক খুশি। টেক্সাসের ওম্যান’স হাসপাতালে এখন বিশেষ যত্নে রাখা হয়েছে থেলমাকে। খবর পেয়েই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন সাংবাদিকরা। কৌতুহলী মানুষের ভিড়ও কম নয়। তাই সংবাদমাধ্যমের ক্যামেরা বাঁচিয়ে সর্বক্ষণ তাকে নজরে নজরে রাখছেন ডাক্তার ও নার্সেরা। ছয় সন্তানকে নিয়ে ডাক্তারদের আনন্দও কিছু কম নয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, একসঙ্গে তিন বা চার সন্তান পর্যন্ত জন্ম দেওয়ার ঘটনা ঘটে। তবে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল।

একুশে/ডেস্ক/এসসি