মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গাড়ি বহনকারী জাহাজে আগুন

| প্রকাশিতঃ ২০ মার্চ ২০১৯ | ৭:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ইতিলিয়ান একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলের আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবারের এ দুর্ঘটনা শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে। কন্টেইনার জাহাজটি ২ হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২০ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলসহ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এদিকে, ফ্রান্স উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।

একুশে/ডেস্ক/এসসি