মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মালিক-শ্রমিকদের ধর্মঘটে কনটেইনার পরিবহন বন্ধ

| প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৬:০৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইমমুভার ট্রেইলর মালিক-শ্রমিকদের ধর্মঘট চলছে। সোমবার সকাল সাড়ে আটটা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ডিপোতে আটকা পড়েছে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার। এ কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য রপ্তানিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাসও বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, দেশের মহাসড়ক, সড়ক ও সেতুর ওপর অতিরিক্ত চাপ কমানোর জন্য ১৬ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেয়। এতে বলা হয়- নির্ধারিত পরিসীমা অতিক্রান্ত হলেই গাড়িগুলোকে স্তরভেদে ২ হাজার থেকে ১২ হাজার টাকা জরিমানা দিতে হবে। কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইমমুভার ট্রেইলর ৩৩ টন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবে। এরপর গত শনিবার থেকে এ প্রজ্ঞাপন কার্যকর করা হয়।

প্রাইমমুভার ট্রেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্যসচিব মোঃ হুমায়ুন কবির বলেন, প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ওজন স্কেলে শতাধিক গাড়ি আটকা পড়েছে। কমবেশি সব গাড়িকেই ২ হাজার থেকে ১২ হাজার টাকা করে জরিমানা গুনতে হচ্ছে। জরিমানা না দেওয়ায় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ফলে বাধ্য হয়েই কর্মবিরতির ডাক দিতে হয়েছে।

তিনি বলেন, গাড়ি ও কনটেইনারের ওজন বাদ দিলে প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ চাকার গাড়িতে সর্বোচ্চ ১৩-১৪ টন পণ্য পরিবহন সম্ভব। কিন্তু কনটেইনারে এর চেয়ে বেশি পণ্য থাকে। এই নিয়ম কার্যকর করতে হলে বন্দর থেকেই করতে হবে। মাঝপথে পণ্য নেওয়ার পর নিয়ম কার্যকর করায় ভোগান্তি পড়েছে চালক-শ্রমিকরা।

প্রসঙ্গত এর আগে গত ২১ আগস্ট থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রাইমমুভার ট্রেইলর মালিক-শ্রমিকদের এই সংগঠনটি। এক দিন বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকায় সমস্যা সমাধানের আশ্বাস দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরদিন সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মেয়র দাবি পূরণের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্যসচিব মোঃ হুমায়ুন কবির বলেন, সোমবার মেয়র মহোদয় আমাদের সাথে কথা বলেছেন। আমরা আমাদের দাবির বিষয়টি জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে পরিস্থিতির সমাধান করা হবে। কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে কোন সিদ্ধান্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত পাইনি। তাই ধর্মঘট অব্যাহত থাকায় ৮ হাজার প্রাইমমুভার ট্রেইলর চলাচল করছে না।