মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে মা-মেয়েকে এসিড নিক্ষেপ

| প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭:১৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অটোরিক্সা চালক জাহাঙ্গীর আলমের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেছে তার সাবেক স্ত্রী শেলি আক্তার (২২) ও শ্বাশুড়ি হোসনে আরা বেগম (৫৫)। সোমবার ভোর ৫টার দিকে কোতোয়ালী থানার সিআরবি পলোগ্রাউন্ড বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নুর আহমেদ বলেন, পলোগ্রাউন্ড এলাকার বস্তির একটি ঘরে থাকতেন বাবুল মিয়ার মেয়ে শেলি ও তার স্ত্রী হোসেনে আরা বেগম। ভোরে ওই ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে শেলীর সাবেক স্বামী জাহাঙ্গীর। মা-মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সিএনজি চালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায় জাহাঙ্গীর।

তিনি বলেন, গত এক বছর আগে শেলী ও জাহাঙ্গীরের সম্পর্ক বিচ্ছেদ হয়। এরপর পলোগ্রাউন্ড মাঠের পাশে একটি টং দোকান করে সংসার চালাচ্ছিল শেলী। জাহাঙ্গীরকে আটক করা গেলে ঘটনার মূল কারণ জানা যাবে। সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, এসিডে শেলীর মুখে ও মাথায় এবং হোসনে আরা বেগমের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তাদেরকে বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।