মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কলেজ ছাত্রকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন

| প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭:৪৮ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামে সাইফুল আলম নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই মামলায় আদালত আরো একজনকে ১০ বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।

যাবজ্জীবন দ- পাওয়া তিনজন হলেন, বেবী আক্তার, ফোরকান, মোহাম্মদ জাহাঙ্গীর এবং সাজাপ্রাপ্ত অপর আসামি আনোয়ারা বেগম। এদের মধ্যে ফোরকান ছাড়া সবাই হাজতে আছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ও অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস জানান, ১৯৯৮ সালের ১১ জুন হাটহাজারী উপজেলার সাদেকনগর গ্রামে প্রতিবেশির বাড়িতে মুরগি যাওয়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে সাইফুলকে গুরুতর আহত করেন। সাইফুল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আবদুর রহিম একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের জানুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০১ সালের ৩০ জানুয়ারি অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেয়া হয়।