মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘সর্বোচ্চ স্বচ্ছতার সাথে প্রশাসনকে ঢেলে সাজাতে চাই’

| প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭:৫৯ অপরাহ্ন

dc-shamsul-arefinচট্টগ্রাম: চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেছেন, সর্বোচ্চ স্বচ্চতার সাথে প্রশাসনকে ঢেলে সাজাতে কাজ করবেন তিনি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দায়িত্ব নেয়ার পর প্রথম বারের মত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, আমাদের কাজ জনগণের সেবা করা। সাংবাদিকরা সমাজের দর্পন। আমরা তাদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই। এ সময় তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের করা ভালো কাজগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নেয়া হবে বলে জানান।

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণসহ সবকিছু নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তবে বর্তমানে প্রায় ১৯জন ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণে আছেন। তাই নতুন ম্যাজিস্ট্রেট পদায়ন করার ব্যবস্থা করা হবে।

তার মেয়াদকালে চট্টগ্রামকে উন্নতির শিখরে দেখতে চান বলে মন্তব্য করে সামসুল আরেফিন বলেন কর্ণফুলী নদীকে জাতীয় নদী ঘোষণায় কার্যকর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বিচ ম্যানেজমেন্ট কমিটিগুলোকে সক্রিয় করার চিন্তা ভাবনা আছে।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সরূপ ভট্টাচার্য, টেলিভিশন ইউনিটের ভারপ্রাপ্ত ইউনিট চিফ মাসুদুল হক সহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।