চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার। মঙ্গলবার বিকেলে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দীলিপ দাশ (৪৫), বাবুল দাশ (৪০) ও শাহাদাত হোসেন (৩৫)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, গত সোমবার ইয়াবাসহ গ্রেফতার হওয়া এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে তথ্য পেয়ে বন্দর এলাকায় অবস্থান নেয় র্যাব। একপর্যায়ে একটি প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় কারে থাকা তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।