চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও ও কক্সবাজারের চকরিয়া থেকে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সেলিম (২৫), মোঃ বাবুল (২৫), মোঃ দেলোয়ার (২২) ও মোঃ আবু তাহের (২৪)।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, উদ্ধার করা অটোরিকশাটি কিছুদিন আগে বদলি চালক হিসেবে চালায় গ্রেফতারকৃত সেলিম। এরপর গত ২৪ সেপ্টেম্বর নগরীর অক্সিজেন এলাকার একটি গ্যারেজ থেকে ওই অটোরিকশা চুরি করে নিয়ে যায় সেলিম ও তার সহযোগিরা। পরে সন্ধান দেওয়ার কথা বলে অটোরিকশার মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করে তারা।
তিনি বলেন, অটোরিকশার মালিক মামলা করলে পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে মঙ্গলবার বিকালে কক্সবাজারের চকরিয়া সদর থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। এরপর তার তথ্য অনুযায়ী নগরীর চান্দগাঁও এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা অটোরিকশাটি আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকা থেকে উদ্ধার করা হয়।