মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সৈয়দ হকের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

| প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৩৯ অপরাহ্ন

1475045566সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার বেলা ১১টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষ সৈয়দ শামসুল হকের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বাংলা একাডেমিতে। শ্রদ্ধা জানানো শেষে সেখান থেকে শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হক। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রামে লেখককে দাফন করা হবে।